L.R.B

বেলা শেষে

Posted on Updated on

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়
Read the rest of this entry »

Advertisements

মানুষ বনাম অমানুষ

Posted on

আমাকে আমার চেয়ে বড় করে দাও হে প্রভু
এ পথ থেকে আমায় ফেরাও।
Read the rest of this entry »

আমি যে কার

Posted on

ভোররাতের নষ্ট প্রায় ভাতের মতো
বিষাদ আমার ভালোবাসা,
পিস্তলের সরপরা চায়ের মতো
বিবর্ণ আমার প্রেম,
আর ডাস্টবিনের উচ্ছিস্ট ময়লার মতো
ছড়ানো ছিটানো আমার আবেগ, Read the rest of this entry »

হাসপাতালে

Posted on

অসুস্থ আমি এক হাসপাতালে
শুন্য এ বুক কাঁদে ভিজিটিং আওয়ারে।

একটি হাসি দেখার তরে আমার যত আশা
আত্মা ছাড়া আত্মীয়রা মিছে বাঁধে বাসা
অপেক্ষা ভুলে গেছি ওষুধের ঘ্রাণে
সিরাপের তেতো স্বাদ অতৃপ্ত বুকে
Read the rest of this entry »

গতকাল রাতে

Posted on

গতকাল রাতে
বিবেক আমায়
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
আমায় ছাড়া আর কতদিন রবে?
Read the rest of this entry »

যতবেশী আমি

Posted on

যতবেশী আমি আসবো ফিরে মানুষের কাছাকছি
ততবেশী দূরে চলে যেতে হবে আমায় এখনই।

ফেরার পথে থাকবে সাথে
বিশাল একটি মন
পেছনের কালো স্মৃতিরা
যেথায় রইবে না আর স্মরন Read the rest of this entry »

কি আশাতে

Posted on

কে এসেছ একা
কে তুমি হৃদয়ে ব্যাথা নিয়ে
মেঘলা আশা নিয়ে এসেছ
তুমি কে?
দিতে পারি কি এই অচেনা উৎসবে
কি তুমি চেয়েছ
বলো মেয়ে কি আশাতে?
Read the rest of this entry »