দ্বিতীয় জীবন

Posted on Updated on

অদৃশ্য চাদরে দিগন্ত রেখায় বসে আছে সে
অসংখ্য অনাবিল পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে
রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ
বিষন্ন চারিধার ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা

বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে তাকে
আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে
জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া
মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে সোনালী প্রহর

তবুও সবুজ পথ পেরিয়ে
অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে
অবাক বিস্ময়ে

জীবন স্মৃতি যেন এলোমেলো হয়ে
উড়ে যায় একই পলকে
একই নিমেষে

তোমায় স্বাগত জানাই ঝড়া পাতার মত সন্ধ্যায়
আলোময় বিচরন দ্বিতীয় জীবন
ছায়াময় মননে অবাক নয়নে
ছায়া সুনিবিড় বিস্ময়ে দেখি
দ্বিতীয় জীবন দ্বিতীয় জীবন

Leave a comment